ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

তারেকের শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছালো

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১২ জুলাই ২০১৭ , ০৫:৩১ পিএম


loading/img

সম্পদের হিসাব জমা না দেয়ায়  তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি ফের পেছালো।

বিজ্ঞাপন

শারীরিক অসুবিধার জন্য আদালতে আসতে না পারার কারণ দেখিয়ে ইকবাল মান্দ বানুর আইনজীবী সানাউল্লাহ মিয়া ও হান্নান ভূঁইয়া  সময় আবেদন করেন।

পরে বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা আগামী ১৬ অগাস্ট অভিযোগ গঠনের নতুন দিন ধার্য করেন।  এর আগে গেলো ১৪ মে ও ৮ জুন  এই মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।

বিজ্ঞাপন

গেলো ১২ এপ্রিল মামলার অভিযোগপত্র আমলে নিয়ে সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে ২৩ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় দায়ের করা ওই মামলায় তারেকের স্ত্রী জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকেও আসামি করা হয়। অবৈধ সম্পদ অর্জনে তারেক রহমানকে সহায়তা এবং তথ্য গোপনের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

ওই মামলার অনুসন্ধান চলাকালে ইকবাল মান্দ বানুর নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ থাকার তথ্য পেয়ে তার সম্পদের হিসাব চেয়ে ২০১২ সালের ২৫ জানুয়ারি আলাদা নোটিশ পাঠায় দুদক।

বিজ্ঞাপন

এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী না দেয়ায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় এ মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

ইকবাল মান্দ বানু সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী। তাদের মেয়ে জোবাইদা রহমানের সঙ্গে ১৯৯৩ সালে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিয়ে হয়।

আর/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |